Representational Image (Photo Credits: Pixabay)

দিনকয়েক আগেই আসানসোলে (Asansol) আত্মীয়ের বাড়িতে পরিবার নিয়ে ঘুরতে এসেছিল দুর্গাপুরের এক তরুণী। সেখান থেকে বন্ধুদের নিয়ে বাঁকুড়ায় বিহারীনাথ পাহাড়ের কাছে একটি রিসর্টে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন সে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় আসানসোলে। মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি করেন নির্যাতিতার পরিবার। অবশেষে বৃহস্পতিবার আসানসোল আদালতে এসে আত্মসমর্পণ করল চার অভিযুক্ত। জানা যাচ্ছে, ঘটনার পর থেকেই ঝাড়খণ্ড ও বিহারে গা ঢাকা দিয়েছিল তাঁরা।

আদালতে এসে আত্মসমর্পণ অভিযুক্তদের

পুলিশসূত্রে খবর, ঘটনার পর থেকেই মোবাইল ফোন সুইচড অফ ছিল অভিযুক্তদের। তাই কোনওভাবেই হদিশ পাওয়া যাচ্ছিল না। এদিকে অভিযুক্তদের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা। তবে তাঁদের সঙ্গেও কোনও যোগাযোগ করেনি চার যুবক। অবশেষে এদিন চাপে পড়ে আদালতে এসে তাঁরা আত্মসমর্পণ করেছে তাঁরা।

নির্যাতিতা ভর্তি হাসপাতালে

এদিন পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে আদালত আগামী ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে নির্যাতিতা কলেজ ছাত্রী বর্তমানে দুর্গাপুর ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে আসানসোলের সরকারি হাসপাতালে ভর্তি করানো হলেও পরে তাঁর পরিবারের লোকেরাই দুর্গাপুরে নিয়ে যান। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।