Coronavirus in India (Photo Credits: PTI)

কলকাতা, ২৮ মে: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৪। করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৫৩৬। ২৮ মে পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৬৮। পশ্চিমবঙ্গে (West Bengal) করোনায় মৃত্যু হয়েছে মোট ২২৩ জনের। কোমোর্বিডিটিতে মৃত্যি হয়েছে ৭২ জনের। এদিন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৫৭৩ জন। করোনাভাইরাসকে হারিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৩৬.৭৭ শতাংশ।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিন প্রকাশ করা হয়। সেই বুলেটিনের তথ্য অনুযায়ী, ২৮ মে পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১,৭৫,৭৬৯ জনের। ২৮ মে করোনা পরীক্ষা হয়েছে ৯,২৫৬ জনের। আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে 

আগামী ৩১ মে শেষ হচ্ছে লকডাউন ৪.০। দেশে যে হারে করোনা (Coronavirus) আক্রান্তের  সংখ্যা বাড়ছে তাতে প্রশ্ন একটাই, লকডাউনের মেয়াদ আরও বাড়ছে নাকি এখানেই শেষ? সরকারি সূত্রের মতে, আরও দু’সপ্তাহ বাড়তে পারে লকডাউন (Lockdown 5.0)। এই মুহূর্তে লকডাউন তুলে নেওয়ার পক্ষপাতী নন শীর্ষ কর্তারা। চতুর্থ দফার লকডাউনের শেষ দিনে অর্থা‌ৎ আগামী রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি নিয়ে ঘোষণা করলেও করতে পারেন বলে মনে করা হচ্ছে।