নয়াদিল্লিঃ কলকাতা উত্তর বরাবরই খুব গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র প্রায় সবসময়ই শিরোনাম দখল করে থাকে। এই কেন্দ্রে টানা তিনবার জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। এ বারও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির তাপস রায়। তিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে সিপিএমের হয়ে এই কেন্দ্রে লড়ছেন প্রদীপ ভট্টাচার্য। এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ১ লা জুন। শিয়ালদহ, বড়বাজার,  ধর্মতলা,কলেজ স্ট্রিট, মানিকতলার মতো কলকাতার অন্যতম ব্যাস্ত অঞ্চলগুলি রয়েছে এই লোকসভা কেন্দ্রে।

২০১৯ লোকসভা নির্বাচনে ৪ লক্ষ ৭৪ হাজার ৮৯১ টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি পেয়েছিলেন ৩ লক্ষ ৪৭ হাজার ৭৯৬ টি ভোট। ২০১৪ সালেও এই কেন্দ্রে জয়ী হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে বার ৩৫.৯৬ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপির হয়ে রাহুল সিনহা পেয়েছিলেন ২৫.৮৯ শতাংশ ভোট। এ বারও হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এই কেন্দ্রে তা আঁচ করা যাচ্ছে। রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়তে চেয়েছিলেন তাপস রায়। তাঁকে এই আসন না দেওয়ায় দল ছেড়েছেন তিনি। যদিও নিজের মুখে এ কথা স্বীকার করেননি তিনি। এ বার বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন তিনি। বোঝাই যাচ্ছে লড়াই একেবারে জমে উঠতে চলেছে।