শুক্রবার ভরদুপুরে গুলি চলেছিল রাজারহাট (Rajarhat) নারায়ণপুর এলাকায়। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি শান্ত করতে এলাকায় নামে বিরাট পুলিশ বাহিনী। জানা যাচ্ছে, তৃণমূল কর্মী হাজি ইসরার আহমেদের বাড়ি লক্ষ্য করে চলে গুলি। এমনকী দুষ্কৃতীরা বাড়ির মধ্যেও ঢুকে গিয়েছিল বলে জানা যায়। তদন্তে নেমে পুলিশ শনিবারই দুই যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তদের মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত শেখ আজাদ এখনও অধরা রয়েছেন।
রাজারহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
শুক্রবার তৃণমূলের কর্মীর ওপর হালায় উত্তপ্ত হয়েছিল নারায়ণপুরের ইজরায়েলি পাড়া। আসলে ইসরার পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ। সম্প্রতি ইদ উপলক্ষ্যে ইসরার নিমন্ত্রণ করেছিলেন সব্যসাচীকে। তারপর থেকেই ক্ষুব্ধ ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এদিন সেই কারণেই ইসরারের ওপর হামলা চালায় তাপসের অনুগামীরা। যদিও এই ঘটনাটি নিয়ে তৃণমূল বিধায়ক মুখে কুলুপ এঁটেছেন।
থমথমে এলাকা
এদিকে ইসরারের ওপর হামলা চালানোর পর পাল্টা সব্যসাটীর অনুগামীরা তাপসের অনুদামীরদের ওপর হামলা চালায়। যার ফলে দুপুর থেকেই থমথমে ছিল নারায়ণপুর এলাকা।