তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Photo Credit:Twitter)

কল্যাণী, ৭ ডিসেম্বর: রবিবার গয়েশপুরে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। নদিয়ার (Nadia) গয়েশপুরে একটি দলীয় মিটিংয়ে গিয়ে মেজাজ হারান তিনি। গালিগালাজ করেন দলীয় কর্মীদের, এমনকি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বললেন, 'কে ঢুকতে দিয়েছে এই দু'পয়সার প্রেসকে?' মহুয়ার এই মন্তব্যে বিজেপি-র কটাক্ষ, 'মহুয়া মৈত্র নিজের দলের কর্মীদেরই সমর্থন পান না। সবাইকে খুব অপমান করেন।' খোদ অমিত মালব্য টুইট করে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেন।

আজ তক বাংলার খবর অনুযায়ী, কল্যাণী বিধানসভার কয়েকটি জায়গায় বুথ কর্মীদের নিয়ে বৈঠক করেন মহুয়া। কল্যাণীর বৈঠক সেরে গয়েশপুরের সুকান্ত সদনে আসেন তৃণমূলের সাংসদ। সেখানে তৃণমূলের প্রাক্তন সভাপতি মিন্টু দের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের হাতে দেখা যায় বেশ কিছু প্ল্যাকার্ড, যাতে লেখা- বহিরাগত শহর সভাপতিকে মানছি না মানব না। আরও পড়ুন, জরুরি পরিস্থিতিতে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চাইল সেরাম

মহুয়া মৈত্র সেখানে পৌঁছতেই তাঁকে বিক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা ঘিরে ধরেন। এ বিষয়ে মহুয়া মৈত্র বলেন, 'এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। কিছু রাগ অভিমান ছিল। সেগুলো বৈঠকের পর মিটে গিয়েছে। একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। খুব সাধারণ ব্যাপার। আমি আবার জানুয়ারিতে আসব।' সেই সভা কভার করতে হাজির ছিল প্রেসও। তিনি প্রেসকে উদ্দেশ্য করে বলেন, 'কে ঢুকতে দিয়েছে প্রেসকে? দু পয়সার প্রেস। বেরিয়ে যান।' সাংসদের এই মন্তব্যে ক্ষুব্ধ হন সাংবাদিকেরা।