কলকাতা, ২২ সেপ্টেম্বরঃ কম সময় আর সামান্য বেশি অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) জুড়ি মেলা ভার। যাত্রী সুবিধার কথা ভেবে পশ্চিমবঙ্গে (West Bengal) আরও দুটি বন্দে ভারত চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই তিনটি বন্দে ভারত ছুটছে বঙ্গে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে পুরী এবং তৃতীয়টি নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি। এই তিনটি রুটের পর আরও ২টি বন্দে ভারতের পরিষেবা চালু হতে চলেছে রাজ্যে।
পশ্চিমবঙ্গ পেতে চলেছে তার চতুর্থ এবং পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। গতমাস থেকে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আজ শুক্রবার ইস্টার্ন রেলওয়ে ট্রেনের সিপিআরও কৌশিক মিত্র সেই খবরে সিলমোহর দিলেন। বঙ্গে প্রথম তিনটি বন্দে ভারতের জন্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) ধন্যবাদ জানিয়ে নতুন দুই বন্দে ভারতের শুভ উদ্বোধনের কথা ঘোষণা করেছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশজুড়ে আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন। তার মধ্যে ২টি এক্সপ্রেস পরিষেবা দেবে বঙ্গে। একটি পাটনা-হাওড়া। চিত্তরঞ্জন থেকে হাওড়াকে জুড়বে। অন্যটি রাঁচি-হাওড়া। টাটানগর হয়ে রাঁচি এবং হাওড়ার মধ্যে পরিষেবা দেবে।
২৪ সেপ্টেম্বর রবিবার মোট ৯টি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৌশিক জানান, সকাল ১০টার নাগাদ হাওড়া স্টেশনে এসে পৌঁছবে নতুন দুই এক্সপ্রেস। আগের বন্দে ভারতের অভিজ্ঞতা এবং যাত্রীদের থেকে পাওয়া প্রতিক্রিয়া বিচার করে এই দুই নতুন বন্দে ভারত হতে চলেছে আরও সুসজ্জিত। আরও আরামদায়ক, জানিয়েছেন ইস্টার্ন রেলওয়ে সিপিআরও।