Road Accident (Photo Credit: X)

শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মিরিকে (Mirik)। সুরিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মিরিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় একটি যাত্রীবাহী গাড়ি। দুর্ঘটনা মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের। আহত মোট ৫ জন। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ ও উদ্ধারকারী দল। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর বেশকিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক আসে।

যাত্রীবাহী গাড়ি পড়ে যায় খাদে

জানা যাচ্ছে, এদিন সকাল ৮ নাগাদ দ্রুতগতিতেই গাড়িটি আসছিল। আচমকা গয়াবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে উল্টে যায়। আওয়াজ পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীকালে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে একজনের নাম তারকি লামা। তিনি সিলোনা এলাকার বাসিন্দা। তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার তদন্তে পুলিশ

যদিও আরও এক নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, আহতরা হলেন নাংকা আলম, রাজু ছেত্রী, গণপত প্রসাদ, ইসলামুদ্দিন আনসারি সহ আরও এক। সকলেরই আপাতত চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।