Kolkata: বিলবোর্ড লাগানোর কাজ চলার সময় চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২
Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ২০ অগাস্ট: আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoo) বিলবোর্ড লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল ২ জনের। আশঙ্কাজনক আরও এক। মৃতদের একজনের নাম তারিণী ঘোষ, তিনি মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। অন্যজনের নাম প্রদীপ দাস ভদ্র। তিনি ওড়িশার ভদ্রকের বাসিন্দা। তবে বর্তমানে চিংড়িঘাটায় থাকতেন।

জানা গেছে, বেলা ১১টা নাগাদ চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনা ঘটে। ওই বিলবোর্ড লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে। মৃত ২ জন ওই বিজ্ঞাপন সংস্থার কর্মী। আশঙ্কাজনক অবস্থায় লিন্টন দাস নামে আরও এক জন হাসপাতালে ভর্তি। আরও পড়ুন: West Bengal Weather Update: পরপর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখার সৌজন্যে আপাতত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

কীভাবে লকডাউনের মধ্যে চিড়িয়াখানায় হোর্ডিং লাগানোর কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।