ফের বাগদা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি (Bangladeshi)। বুধবার সকালে চুয়াটিয়া মাথাভাঙা মোড় থেকে আটক করা হয় দুই মহিলাকে। জানা যাচ্ছে, পাঁচ মাস আগে এদেশে এসে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। তবে সম্প্রতি সেদেশে তাঁর পরিবারের কোনও সদস্যে অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময়ই দুজনকে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের থেকে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ফলে আজই তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রাথমিক তদন্তে উঠে আসছে, এই দুই মহিলাই বাংলাদেশের যশোহরের বাসিন্দা। পাঁচ মাস আগে চোরাপথে এদেশে এসে বাগদাতেই প্রথমে ওঠে। তারপর সেখান থেকে ভিনরাজ্যে পারি দিয়ে কাজ করছিল। সেই সময় ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেনি যে ওই মহিলারা বাংলাদেশি। ফলে সে রাজ্যে নির্বিঘ্নে কাজ করছিল। কিন্তু সম্প্রতি ওপার বাংলা থেকে খবর আসে যে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছে। তাই তড়িঘড়ি তাঁরা বাগদা দিয়েই বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল।

এদিন সকালে সন্দেহজনকভাবে দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাঁদের নথিপত্র দেখতে চাওয়া হয়। সেগুলি দেখাতে না পারায় মহিলাদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। যদিও ঠিক কী কারণে তাঁরা এদেশে এসেছিল সেটা জানা চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।