ভারতে করোনা (Photo Credits: IANS)

কলকাতা, ১০ জুন: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (Coronavirus) মৃত্যু হল ১৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৩২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৪৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত ৯ হাজার ৩২৮ জন। চিকিৎসার পর সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৯জন। জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (State health department)।

সরকারি কর্মচারীদের (Govt employees) কথা ভেবে এবার সরকারি অফিসগুলিতে (Govt Offices) দুটি শিফট চালু হচ্ছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)৷ এতদিন সরকারি অফিসে কাজের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত৷ আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার থেকে প্রথম শিফট হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটে পর্যন্ত৷ দ্বিতীয় শিফট হবে বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। আরও পড়ুন: Kolkata: শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, গর্ভগৃহে আর প্রবেশ করতে পারবেন না ভক্তরা

বেসরকারি সংস্থাগুলির কাছেও একই পদ্ধতি অবলম্বন করার জন্য এ দিন আবেদন করেছেন মুখ্যমন্ত্রী৷ সম্ভব হলে কর্মীদের যাতে বেশি করে বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়, বেসরকারি সংস্থাগুলিকে সেই অনুরোধ করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি শিফট ভেঙে দেওয়া এবং ঘুরিয়ে ফিরিয়ে কর্মীদের অফিসে আসার মতো ব্যবস্থা চালু করা যায় কি না, বেসরকারি সংস্থাগুলিকে তা ভেবে দেখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে এক ঘণ্টা পর্যন্ত অফিস আসতে দেরি হলেও লালকালি পড়ার ভয় থাকছে না কর্মীদের৷ সেই নির্দেশও ইতিমধ্যেই কার্যকর হয়েছে৷ রাজ্য সরকারি অফিসে নতুন শিফট চালু হওয়ায় সেই অনুযায়ী যাতে রাস্তায় বাস থাকে, তারও নির্দেশ দেওয়ার জন্য পরিবহন দপ্তরকে বলেন মুখ্যমন্ত্রী৷