Kolkata: শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির, গর্ভগৃহে আর প্রবেশ করতে পারবেন না ভক্তরা
দক্ষিণেশ্বর কালী মন্দির (Picture Credits: wikimedia commons)

কলকাতা, ১০ জুন: শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Temple)৷ ১৩ জুন সকাল ৭টায় খুলবে মন্দিরের দরজা৷ দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পুজো দেওয়া যাবে। মন্দিরের গর্ভগৃহে আর প্রবেশ করতে পারবেন না ভক্তরা। মন্দিরে ঢোকার আগে বাধ্যতামূলক করা হবে থার্মাল স্ক্যানিং৷ মন্দির চত্বরে একসঙ্গে বেশি লোক থাকতে পারবেন না ৷ এক সঙ্গে ১০ জনের বশি ভক্ত ঢুকতে পারবেন না।

এছাড়াও প্রসাদ আনা গেলেও কোন ফুল দিয়ে আর পুজো দেওয়া যাবে না। দেওয়া হবে না চরণামৃত। পুজোর লাইনে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে৷ আরও পড়ুন: Kolkata: কবে থেকে স্কুল খুলবে? কী বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

শর্ত সাপেক্ষে পয়লা জুন থেকেই রাজ্যে ধর্মীয় স্থান অর্থাৎ মন্দির খোলায় সরকার সবুজ সঙ্কেত দিলেও সুরক্ষার কথা ভেবে সমস্ত দিকে তৈরি না হয়ে মন্দিরের দ্বার না খোলার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। আজ তারা সিদ্ধান্ত নিয়েছে, শনিবার থেকে মন্দির খোলার৷