এসএসসি মামলায় নিয়োগ দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছেসুপ্রিম কোর্ট (Supreme Court)। একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। তারপরে গত সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এবার সেই মন্তব্যের জেরে আদালত অবমাননার নোটিশ পেলেন তিনি। জনৈক আইনজীবী সিদ্ধার্থ দত্তের কাছ থেকে এই নোটিশ এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দরবারে (Contempt of court notice served on Chief Minister Mamata)
আজ সকালে সেই নোটিশ শেয়ার করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন - ' মমতা বন্দ্যোপাধ্যায় কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সাহস করেছেন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তিনি সংবিধানকে অবমাননা করে এবং দেশের সর্বোচ্চ আদালতকে অমান্য করে এমন কথাবার্তা বলেছিলেন! একজন মুখ্যমন্ত্রীর আচরণ কি এইরকম?
আজ তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে। আমি এটিকে সম্পূর্ণ সমর্থন করি এবং স্বাগত জানাই। যে কেউ—এমনকি একজন মুখ্যমন্ত্রীও—যে সংবিধান এবং সুপ্রিম কোর্টকে অসম্মান করে তাকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।'
কি রয়েছে আদালত অবমাননার নোটিশে-
After Calcutta HC, now the Supreme Court has EXPOSED the MASSIVE, MOUNTAIN of CORRUPTION in teacher recruitment in Bengal! Under the FAILED rule of @MamataOfficial, jobs for educated youth were SOLD OFF like commodities. Merit was MURDERED with MONEY! The… pic.twitter.com/QkNyulrOWC
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 10, 2025
সোমবার চাকরিহারাদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তাঁর হৃদয় পাথর হয়ে গিয়েছে। সেই সঙ্গেই এর রায়ের নেপথ্যে ‘অন্য কোনও খেলা’ রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ আনেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা ভুলে গেলেন? নিটেও কেলেঙ্কারি হয়েছে। তবে সেসবে তো কারোর চাকরি যায়নি। শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত? রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। এই রায়ের পিছনে অন্য কোনও খেলা নেই তো?’
এছাড়াও নোটিশের ৪ ও ৫ নং পাতায় কোন কোন বক্তব্যের জেরে এই নোটিশ তা উল্লেখ করা হয়েছে।