Pallavi Dey এর প্রেমিক সাগ্নিকের বিলাসবহুল জীবন কীভাবে? উঠছে প্রশ্ন
পল্লবী দে এবং সাগ্নিক চক্রবর্তী বিলাসবহুল জীবনযাপন করতেন। কখনও দামি হোটেলে থাকা আবার কখনও লং ড্রাইভে বেরিয়ে পড়তেন দুজনে। সব খরচ কি একাই বহন করতেন অভিনেত্রী? পল্লবীর মৃত্যুর পর এমন প্রশ্নই উঠতে শুরু করেছে।