Bidisha De Majumder: কে বিদিশার 'বউ'? অভিনেত্রীর মৃত্যুর পর অব্যাহত জটিলতা, সম্পর্ক নিয়ে জল্পনা
Bidisha Dey Majumder (Photo Credit: Facebook)

কলকাতা, ২৬ মে:  যত সময় গড়াচ্ছে তত জটিল হচ্ছে বিদিশা দে মজুমদারের মৃত্যুরহস্য। বিদিশার মৃত্যুর পর তাঁর দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। বিদিশার মৃতদেহের পাশ থেকে যে সুইসাইড নোট উদ্ধার করা হয়, সেখানে তিনি কোনও দুরারোগ্য রোগে আক্রান্ত বলে দাবি করেন। তবে বিদিশার বন্ধুরা দাবি করেন, তাঁর কোনও রোগ ছিল না। অনুভব বেরার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও, বিদিশা নিজের সুইসাইড নোটে বন্ধুর নাম উল্লেখ করেননি বলে দাবি করেন তাঁর বন্ধুরা। ফলে বিদিশার মৃত্যুর পর তাঁর বন্ধুরা কার্যত অনুভব বেরার বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন।

এদিকে বিদিশার মৃত্যুর পর তাঁর ফেসবুকের কভার ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিদিশার কভার ছবিতে যাঁর ছবি রয়েছে, তাঁর সঙ্গে অভিনেত্রীর কী সম্পর্ক, তা নিয়ে জল্পনা ছড়ায়। এমনকী, বিদিশা কেন তাঁর ওই বন্ধুকে 'বউ' বলে সম্মোধন করতেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফলে বিদিশা কি উভকামী ছিলেন বলেও একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন:  Bidisha De Majumdar: বিদিশাকে ভাল না বাসলেও শারীরিক সম্পর্ক কেন? অভিনেত্রীর বন্ধুদের তোপে 'প্রেমিক'

যদিও বিদিশা যাঁকে বউ বলে সম্মোধন করতেন, তিনি তাঁর মডেলিংয়ের সহকর্মী ছিলেন বলেই জানা যাচ্ছে।