Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
6 hours ago

West Bengal Assembly Elections 2021 | Prashant Kishor: 'বিজেপি ১০০ আসনের গণ্ডী ছাড়ালে ইস্তফা দেব'

Videos Sarmita Bhattacharjee | Mar 04, 2021 04:59 PM IST
A+
A-

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিধানসভা নির্বাচন। তৃণমূলকে হারাতে উঠেপড়ে লেগেছে বিরোধী গেরুয়া শিবির। এদিকে এহেন পরিস্থিতিতে ফের একবার পুরোনো উদ্ধৃতি আওড়ালেন শাসক তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১০০টি আসনও পাবে না বিজেপি। বিজেপি যদি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতে যায় তাহলে তিন ভোট কৌশলীর পদ থেকে ইস্তফা দেবেন। ফের একবার জোর গলায় একথা বললেন প্রশান্ত কিশোর। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে এদিন প্রশান্ত কিশোর বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি যদি ১০০-র বেশি আসন পায় তাহলে আমি আমার কাজ ছেড়ে দেব। ভারতীয় রাজনীতির কার্যকরী কমিটি থেকে সরে যাব। অন্যকিছু করব, তবে আর রাজনীতিতে নয়। আজ যেমন আছি, তেমনভাবে আর থাকব না।” পশ্চিমবঙ্গের মমতা সরকারের হয়ে রাজনৈতিক কৌশলকে কাজে লাগাতে তিনি পুরোপুরি স্বাধীনতা পেয়েছিলেন। যেটা উত্তরপ্রদেশে তাঁর পক্ষে করা সম্ভব হয়নি। ২০১৪-তে নরেন্দ্র মোদির লোকসভার প্রচারের সাফল্যের নেপথ্যেও ছিলেন এই প্রশান্ত কিশোর। নিজের ওজনের বারে যদি তৃণমূল কংগ্রেস ধসে যায়, তাহলে একমাত্র বঙ্গে বিজেপির জয়রথ আসতে পারে, নচেৎ নয়। বেশ কিছুদিন আগে এক টুইট বার্তায় একথাই উল্লেখ করেছিলেন প্রশান্ত কিশোর।

RELATED VIDEOS