
Bihar Elections 2025: বিহার বিধানসভা নির্বাচনের আগে এক বেসরকারী সংস্থার সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জনপ্রিয়তায় অনেকটাই টেক্কা দিয়েছেন তাঁর প্রধান প্রতিপক্ষ তেজস্বী যাদব। PSE নামের এক সমীক্ষায় এমন কথাই বলা হল। বিহারের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে সেখানকার ভোটাররা নীতীশের থেকে তেজস্বীকে অন্তত দ্বিগুণ বেশী মানুষ বেশি পছন্দ করেন। 'ইন্ডিয়া টুডে'নিউজ চ্যানেলে দেখানো এই সমীক্ষায় বলা হয়েছে, বিহারের হবু মখ্যমন্ত্রী হিসেবে ৩৬.৯ শতাংশ মানুষ RJD নেতা তেজস্বী যাদবকে চেয়েছেন, সেখানে রাজ্যের দশ বছরের মুখ্যমন্ত্রী নীতীশকে আবার সিংহাসনে দেখতে চেয়েছেন মাত্র ১৮.৪ শতাংশ মানুষ।
নীতীশের বয়স এখন ৭৪, তেজস্বীর ৩৫
বিহারে মহাজোট সরকারের আমলে ৭৪ বছরের নীতীশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন এখন ৩৫ বছরের তেজস্বী। নীতীশকে চাচাজি বলেও ডাকেন তেজস্বী। তবে মহাজোট ছেড়ে ফের বিজেপির হাত ধরার পর নীতীশ আর তেজস্বী সম্মুখসমরে।
জনপ্রিয়তায় নীতীশের খুব কাছেই আছেন প্রশান্ত কিশোর
ভোটগুরুর কাজ ছেড়ে বিহার রাজনীতিতে নামা প্রশান্ত কিশোরকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ১৬.৪ শতাংশ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রক ছেড়ে বিহারে বিধানসভা ভোটে লড়তে চলা এলজিপি (রামবিলাস) প্রধান চিরাগ পাসোয়ানকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন বিহারের ১০.৬ শতাংশ মানুষ। বিজেপি নেতা তথা এখন নীতীশের ডেপুটি সম্রাট চৌধুরীকে সেখানে বিহারের সিংহাসনে দেখতে চেয়েছেন ৬.৬ শতাংশ মানুষ। বিহারে নীতীশের দল জেডি (ইউ) জোট গড়বে লড়বে বিজেপি, এলজেপি (রামবিলাস)-র সঙ্গে। অন্যদিকে, লালুপ্রসাদ-তেজস্বীদের রাষ্ট্রীয় জনতা দল জোট গড়ে লড়বে কংগ্রেস ও বাম দলগুলির সঙ্গে।
দেখুন খবরটি
Who is the preferred Chief Ministerial candidate of Bihar?
Tejashwi Yadav: 36.9% (May)
Nitish Kumar: 18.4% (May)
Prashant Kishore: 16.4% (May)
Chirag Paswan: 10.6 (May)
Samrat Chaudhary: 6.6% (May)#TTP #BiharElections @PreetiChoudhry pic.twitter.com/pBTiIkvoZM
— IndiaToday (@IndiaToday) June 2, 2025
আর মাস চারেক পরেই বিহারে বিধানসভা নির্বাচন। নীতীশ কুমারের রাজ্যে ভোটের দিকে তাকিয়ে গোটা দেশ। বিহারে গত ২৫ বছরের মধ্য়ে নীতীশ কুমার ২০ বছর ক্ষমতায় আছেন। গত ২০ বছরের মধ্যে ১৯ বছর বিহারের মুখ্যমন্ত্রী আছেন জনতা দল ইউনাইটেডের প্রধান। গত দশ বছর ধরে টানা বিহারের সিংহাসনে বসা নীতীশ এবার অগ্নিপরীক্ষায়। বিজেপির সঙ্গে জোট গড়ে লড়তে চলা নীতীশের এবার প্রধান প্রতিপক্ষ আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব।