Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
6 hours ago

Shiv Sena To Contest WB Assembly Elections 2021: বাংলায় বিধানসভা নির্বাচনে লড়বে শিবসেনা

ভারত Sarmita Bhattacharjee | Jan 18, 2021 04:52 PM IST
A+
A-

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে (2021 West Bengal Assembly Elections) রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনা (Shiv Sena)। রবিবার টুইট বার্তায় সেই খবর দিলেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, “অবশেষে বাংলায় প্রার্থী দেবে শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির আমরা বাংলায় আসছি। জয় হিন্দ জয় বাংলা।” ২০১৪-সালে কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে দখলের কাজে ঝাঁপিয়েছে। দ্বিতীয়বার কেন্দ্রে সরকার গড়ার পরে মধ্যপ্রদেশকে মুঠোয় পুড়েছে গেরুয়া শিবির। তবে চেষ্টা করেও ২০১৬-তে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি। এদিকে গত লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন দখলের পর এবার বাংলাকে পদ্মশিবিরের আওতায় আনতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঘন ঘন তাঁরা রাজ্যে আসছেন। চলচে প্রচার, সমাবেশ, মিছিল, রোড শো।

RELATED VIDEOS