Kunal Kamra (Photo Credits: X)

মুম্বই, ২৪ মার্চঃ আরও এক কৌতুক অনুষ্ঠান ঘিরে তৈরি হল বিতর্ক। কমেডির ছলে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কৌতুকশিল্পী কুণাল কামরার (Kunal Kamra) বিরুদ্ধে। দায়ের হয়েছে এফআইআর। শুধু তাই নয়, মুম্বইয়ের যে হোটেলে স্ট্যান্ড-আপ করেন কুণাল সেখানে শিবসেনার উত্তেজিত কর্মী-সমর্থকেরা উপস্থিত হয়ে ভাঙচুর চালিয়েছে। শিন্ডের দলের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাবমূর্তি নষ্ট করছেন কুণাল। এই মর্মে কৌতুকশিল্পীকে 'পিটিয়ে মারার' হুমকিও দিয়েছে শিবসৈনিকেরা। এমনকি হুমকি দিয়ে বলা হয়েছে, কুণাল যাতে দেশের কোথাও স্বাধীনভাবে চলাফেরা না করতে পারেন তা সুনিশ্চিত করবেন তাঁরা। সব মিলিয়ে শিবসেবার তীব্র রোষের মুখে কুণাল কামরা (Kunal Kamra)।

তুমুল বিতর্ক, এফআইআর, হুমকির মাঝে পড়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন কৌতুকশিল্পী। ছবিতে তাঁর হাতে ধরা হয়েছে সংবিধান। যার ক্যাপশনে কুণাল (Kunal Kamra) লিখেছেন, সামনে এগোনোর একমাত্র পথ।

কেন কুণাল কামরাকে ঘিরে বিতর্ক?

জানা যাচ্ছে, সম্প্রতি 'নয়া ভারত' নামে একটি অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু বিদ্রূপমূলক মন্তব্য করেছিলেন কুণাল (Kunal Kamra)। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ারও করেন শিল্পী। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্কের ঝড়। শিবসেনা কর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে কুমাল একনাথ শিন্ডের (Eknath Shinde) ভাবমূর্তি নষ্ট করছেন। কৌতুক শিল্পীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এরপরেই মুম্বইয়ের খার এলাকার ওই হোটেলে (যেখানে কৌতুক অনুষ্ঠান করেন কুণাল) পৌঁছে ভাঙচুর চালায় শিবসৈনিকেরা।

যে ভিডিয়ো ঘিরে বিতর্কঃ

 

হোটেলে হুমকি, ভাঙচুরঃ

ভাঙচুরের ঘটনার পড়েই শিবসেনা যুবসেনার (শিন্দে গোষ্ঠী) সাধারণ সম্পাদক রাহুল কানাল-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে মুম্বই পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া, দাঙ্গা, ভয় দেখানো, বেআইনি সমাবেশ মিলিয়ে মোট ১৩টি ধারায় রাহুল কানাল-সহ ৩০ থেকে ৪০ জন দলীয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।