Devendra Fadnavis, Amit Shah (Photo Credit: Instagram)

নাগপুর, ১৫ ডিসেম্বর: আজ, রবিবার নাগপুরে রাজভবনে শপথ নিলেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফদনবিশের সরকারের মন্ত্রীরা। মোট ৩৯ জন বিধায়ক ফদবিশের সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এদের মধ্যে ৩৩ জন পূর্ণমন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রী। এই ৩৯ জন মন্ত্রীদের মধ্যে বিজেপির ১৯ জন, একনাথ শিন্ডের শিবসেনার ১২ জন ও অজিত পাওয়ারের এনসিপি-র ৯ জন আছেন। যেখানে বিজেপির ১৩২, একনাথ শিন্ডে শিবসেনার ৫৭ ও অজিত পাওয়ারের এনসিপি-র ৫৯ জন বিধায়ক আছেন। এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ১৩২টি-তে জিতেছিল । একনাথ শিন্ডের দল ৮১টি-তে প্রার্থী দিয়ে পেয়েছিল ৫৭টি-তে আর অজিত পাওয়ারের এনসিপি ৫৯টি আসনে প্রার্থী দিয়ে জেতে ৪১টি-তে।

বিজেপি মুখ্যমন্ত্রী আসন নিজেদের দখলে রাখায়, দুই শরিক দলকে মন্ত্রিসভায় গুরুত্ব দিয়েছে। তবে এখন দেখার গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি কারা পায়। একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের মধ্যে অর্থ মন্ত্রক নিয়ে দর কষাকষি চলছে। দিন দুয়েকের মধ্যে কে কোন দফতর বা মন্ত্রক পেলেন তা স্পষ্ট হয়ে যাবে। আরও পড়ুন-৩৩ বছর বাদে নাগপুরে মহারাষ্ট্রের মন্ত্রীদের শপথ, ঠাঁই না পেয়ে ক্ষুব্ধ রামদাস

দেখুন কী বললেন দেবেন্দ্র ফদনবিশ

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশ জানান, " আগামী বিধানসভা অধিবেশনে ২০টি বিল আসছে। বিরোধীরা একটি চিঠি দিয়েছে। সেই চিঠির একটি প্যারায় EVM-নিয়ে আলচোনার কথা বলা হয়েছে। এই চিঠির জবাব আমরা আগেই দিয়েছি। যতবার এই ইস্যু নিয়ে প্রশ্ন করা হবে, তার জবাব আমরা দেবো। আমি শুধু এটা বলবো, ইভিএম মানে হল, ইভরি ভোট ফর মহারাষ্ট্র (প্রতিটি ভোট মহারাষ্ট্রর)।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফদনবিশ। এবার নিয়ে মোট তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসলেন ফদনবিশ। সে দিনই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার।