নাগপুর, ১৫ ডিসেম্বর: মহারাষ্ট্রের নাগপুরে রাজভবনে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশের সরকারের মন্ত্রীরা শপথ নিলেন। শেষবার মহারাষ্ট্রের মন্ত্রীরা নাগপুরে শপথ নিয়েছিলেন ১৯৯১ সালে। ৩৩ বছর বাদে আরএসএসের সদর দফতর ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশের এলাকা নাগপুরে রাজ্যের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হল। প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফদনবিশ। এবার নিয়ে মোট তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসলেন ফদনবিশ। সে দিনই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ড ও অজিত পাওয়ার।
এদিন মহারাষ্ট্রের মোট ৩৯ জন মন্ত্রী শপথ নিলেন। ৩৯ জনের মধ্য়ে বিজেপির ১৯, একনাথ শিন্ডে শিবসেনার ১১ ও অজিত পাওয়ারের এনসিপি-র ৯ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শথ নিলেন।
মন্ত্রী হিসেবে শপথ নিলেন পঙ্কজা মুন্ডে
VIDEO | Maharashtra Cabinet Expansion: BJP leader Pankaja Gopinath Munde (@Pankajamunde) sworn in as Maharashtra minister. #MaharashtraCabinetExpansion #Maharashtra
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/7a6UcMlIPl
— Press Trust of India (@PTI_News) December 15, 2024
পঙ্কজা মুন্ডে থেকে চন্দ্রকান্ত পাতিল, গণেশ নায়েক, নীতীশ রানের মত হেভিওয়েটরা এদিন মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন। ২৮৯টি-র মধ্যে ২৩৫টি আসনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বে চলা মহায়ুতি বা এনডিএ। সেখানে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ভভ ঠাকরের শিবসেনার জোট সেখানে মাত্র ৫টি আসনে জেতে। দেবেন্দ্র ফদনবিশ সরকারের নতুন শুরুর দিনে তাল কাটল এনডিএ-র দল রামদাস আটওয়ালের রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া-র ক্ষোভে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিলেও কেন তার দলের কেউ ফদনবিশের সরকারের মন্ত্রিসভায় জায়গা পেলেন না তা নিয়ে রামদাস প্রকাশ্যে হতাশাপ্রকাশ করলেন। যদিও রামদাসের পার্টি কোনও আসনে জিততে পারেনি।
নাগপুরে রাজভবনে শপখ মহারাষ্ট্রের মন্ত্রীদের
#WATCH | Shiv Sena leader Gulabrao Patil takes oath as Cabinet Minister in the state government, at Raj Bhavan in Nagpur. #Maharashtra | pic.twitter.com/n5LdObUZ4M
— All India Radio News (@airnewsalerts) December 15, 2024
রামদাসের যুক্তি, তার দলের জন্য এনডিএ-র প্রার্থীরা মহাারাষ্ট্রের দলিত ভোটের সিংহভাগ পায়, তাই তার দলকে মন্ত্রিসভায় জায়গা দিতে হবে।