মুম্বই, ৬ ডিসেম্বরঃ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছেন বলিউডের বহু তারকা এবং শিল্পপতিরাই। তবে চোখ টানলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। কারণ ২০১৯ সালে মুম্বই মেট্রো কার শেড প্রকল্পের বিরুদ্ধে এই নায়িকায় রুখে দাঁড়িয়েছিলেন।
মুম্বইয়ের আরে জঙ্গলের (Aarey Forest) ৩,০০০ গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করা শত শত মানুষের মধ্যে ছিলেন শ্রদ্ধাও। সেই সময়ে মহারাষ্ট্রে ক্ষমতায় ছিল দেবেন্দ্র ফডনবিস নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রতিবাদের জেরে রাজ্য সরকারের গাছ কাটার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) শেষমেশ গাছ কাটা থেকে বিরিত হন।
এরপর ২০২০ সালে মহারাষ্ট্রে ক্ষমতায় আসেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। রাজ্যের কুর্সিতে বসে মুম্বই মেট্রো কার শেড প্রকল্প বাতিক করেন ঠাকরে। তৎকালীন মুখ্যমন্ত্রী ঠাকরের সেই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে রাজ্যবাসীর জন্যে এই সিদ্ধান্তকে 'বড় জয়' বলে অভিহিত করেছিলেন নায়িকা। সেই শ্রদ্ধাই যখন ফডনবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে সমহিমায় উপস্থিত হন স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটমহলে।
উপরের ছবিটি ২০১৯ সালের। দেবেন্দ্র ফডনবিসের নির্দেশে আরে জঙ্গলের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন শ্রদ্ধা।
দ্বিতীয় ছবিটি ২০২৪ সালের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডনবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে শ্রদ্ধা।
Make sure whom you follow and whom you keep as a Role Model🤌.
Someone you bragging upon for supporting your cause, can just be for personal Gain.
And this comparison proves it very well.
In this case, it was the Movie 'Saaho'.
Kal Jiske project ko oppose karne me involved thi… pic.twitter.com/qprpf8NkT2
— Saurabh Raut 🇮🇳 (@saurabh5620) December 5, 2024
নেটিজেনের অভিযোগ, সেই বছর প্রভাসের (Prabhas) সঙ্গে সাহো (Saaho) ছবির মুক্তি পেয়েছিল শ্রদ্ধার। ছবি মুক্তির আগে রাজ্য সরকারের গাছ কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়া অভিনেত্রীর জন্যে কেবলই প্রচারের একটি মাধ্যম ছিল।