Sharad Pawar (Photo Credits: X)

মহারাষ্ট্র বিধানসভা ভোটে সব কিছুতেই দুর্নীতি হয়েছে। বিজেপি আর তার শরীকদের জেতাতে পুরো ভোট প্রক্রিয়াতেই দুর্নীতি করা হয়েছে। এমন অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে মহারাষ্ট্রের বিরোধী জোটের দলগুলি। ক দিন আগে হওয়া বিধানসভা ভোটে বিরোধী জোট মাত্র ৫০টি আসনে জিতেছে। যেটা ভোটে সার্বিক দুর্নীতি ছাড়া সম্ভব নয় বলে দাবি মহাবিকাশ আগাড়ির। এই বিস্ফোরক অভিযোগে নির্বাচন কমিশনে গিয়ে ফল না হওয়ায়, এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন শরদ পাওয়াররা।

শরদ পাওয়ারের শিবিরের এনসিপি নেতা প্রশান্ত সুদামরাও জগতাপ জানালেন, " আমাদের দলের প্রধান শরদ পাওয়ারের বাসভবনে হওয়া বৈঠকে ঠিক হয়েছে আমরা মানে ইন্ডিয়া শিবিরের দলেরা মহারাষ্ট্র ভোটে দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি। আসলে বিধানসভা ভোটের সবটাই সাজানো হয়েছিল বিজেপি ও তার দলেদের জেতানোর জন্য। মানুষের আসল রায় এটা নয়। আমাদের সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে। নিরপেক্ষ তদন্ত হলে সবটা সামনে আসবে।"ভোটের তালিকা থেকে ইভিএম, ভোট গণনায় কারচুপি সহ নানা অভিযোগ নিয়ে এর আগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্রের বিরোধী দলগুলি। ভোটের ফল মেনে না নিয়ে রাজ্যের বিরোধী দলেরা বিধায়করা এখনও শপথ নেননি।

দেখুন খবরটি

মহারাষ্ট্রে লোকসভা ভোটে দারুণ ফল করলেও ২৮৮ আসনের বিধানসভায় কংগ্রেস, শিবসেনা (উদ্ভব ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-এর মহা বিকাশ আগাড়ির জোট মিলিয়ে মাত্র ৫০টি আসন পায়। সেখানে বিজেপির নেতৃত্বে হওয়া মহায়ুতি পায় ২৩৫টি আসন।

অথচ ক মাস আগেই হওয়া লোকসভা ভোটে মহারাষ্ট্রে বাজিমাত করেছিল কংগ্রেস, শিবসেনা (উদ্ভব ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-এর মহা বিকাশ আগাড়ি। কংগ্রেস, শরদ পাওয়া, উদ্ভব ঠাকরে জোটের কাছে পরাস্ত হয়েছিল বিজেপি, অজিত পাওয়ার, একনাথ শিন্ডে।