Moscow-তে ড্রোন হামলা, তোলপাড়
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে পুতিনের দেশে ড্রোন হামলা। রাশিয়ার রাজধানী মস্কোয় একটি বহুতলের উপর হামলা চালায় ড্রোন। মস্কোয় ড্রোন হামলার পর পুতিনের দেশে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি মস্কোয় বহুতলের উপর ড্রোন হামলার ভিডিয়ো ছড়িয়ে পড়ে হু হু করে করে।