Iranian Drone Hits Israel (Photo Credit: X)

দিল্লি, ১৩ জুন: ইজরায়েলের (Israel) দিকে ড্রোন ছুঁড়ছে ইরান (Iran)। একের পর এক ১০০টি ড্রোন (Drone Attack) ছোঁড়া হয়েছে ইজরায়েলের দিকে লক্ষ্য করে। এমন খবর প্রকাশ পেতেই তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। যা নিয়ে ফের শুরু হয়েছে চাঞ্চল্য। জানা যাচ্ছে, ইরান যে ১০০টি ড্রোন ছুঁড়েছে, সেগুলির নাম 'শহিদ' ড্রোন। তবে ইরানের তরফে  যে ড্রোনগুলি ছোঁড়া হচ্ছে, সেই ১০০টিকেই আটকানো হয়েছে। ইরানের ড্রোনগুলি কোনওভাবে ইজরায়েলে প্রবেশ করতে পারেনি বলে আইডিএফের (IDF) তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Israel-Iran War: হামাসের পর ইরানের কোমর ভাঙল ইজরায়েল, ইরানিয়ান সেনা বাহিনীর প্রধানকে মেরে দিল আইডিএফ

তবে ইরানের একের পর এক ড্রোন আটকানো হলেও, ইজরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। গোটা দেশ জুড়ে এয়ার সাইরেন বাজতে শুরু করে। ইজরায়েলের রাজধানী তেল আভিভ থেকে মানুষ অন্যত্র সরে যেতে শুরু করেন। তেল আভিভ (Tel Aviv) থেকে নিরাপদ জায়গায় প্রত্যেকে সরে যেতে শুরু করেন। ইরানের ড্রোনের আঘাতে যাতে কেউ হাতাহত না হন, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ইজরায়েলের তরফে। ইরানের পাশাপাশি লেবাননের দিক থেকে যে মিসাইলগুলি ছাঁড়া হচ্ছে, সেগুলি থেকে ইজরায়েলিদের রক্ষার কাজ আইডিএফ শুরু করেছে।

ইজরায়েলের দিকে একের পর এক ড্রোন ছুঁড়ছে ইরান...

 

ইরানের সঙ্গে ইজরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, তার জেরে তেহরানের পরমাণু কেন্দ্রগুলিতে আঘাত করেছে ইজরায়েল। ইরানের পরমাণু কেন্দ্রে আঘাতের জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা যেমন রয়েছে, তেমনি নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

প্রসঙ্গত 'অপারেশন লায়ন' নাম করে ইজরায়েলে  হামলা শুরু করেছে ইরান। বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশেই আইডিএফ একের পর এক হামলা চালানো শুরু করেছে ইরানে।