Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
37 seconds ago

Rajib Banerjee Absent From Cabinet Meeting: ক্যাবিনেট বৈঠকে গরহাজির রাজীব, অনুপস্থিত পার্থর বৈঠকেও

Videos Sarmita Bhattacharjee | Jan 06, 2021 03:20 PM IST
A+
A-

২১-র নির্বাচনের প্রাক্কালে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে বিধ্বস্ত তৃণমূল শিবির। মন্ত্রিত্ব পদ থেকে লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার পর বৈশালী ডালমিয়ার 'উইপোকা' মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এরমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক থেকে মন্ত্রিসভার বৈঠকে বনমন্ত্রী রাজীব ব্যানার্জির গরহাজির নতুন করে ফাটলের ইঙ্গিত করছে তৃণমূলের অন্দরে। দলের যারা পুরনো সদস্য, তাদেরকেই কাজ করতে দেওয়া হচ্ছে না; এমনটাই অভিযোগ তৃণমূলের অন্দর থেকে ভেসে আসেছে। রাজীব ব্যানার্জির সঙ্গেও কী ঠিক এই কারণেই দূরত্ব? সেটি স্পষ্ট না হলেও দূরত্ব ঘোচাতেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজীব ব্যানার্জির সঙ্গে বৈঠক স্থির করেন। কিন্তু অসুস্থতার 'অজুহাতে' বৈঠকে গরহাজির ছিলেন রাজীব ব্যানার্জি, এরপর ক্যাবিনেট মিটিংয়েও আসেননি তিনি। সবমিলিয়ে ৪টি বৈঠকে আসেননি ডোমজুড়ের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক রাজীব ব্যানার্জি, পাশাপাশি দলীয় কোনও কর্মসূচিতেই যোগ দিচ্ছেন না তিনি। সদ্য সমাপ্ত ২০২০-র ১৩ ডিসেম্বর নাকতলার বাড়িতে রাজীব-পার্থ বৈঠক হয়, দলের প্রতি ক্ষোভ থেকেই যে বিরোধিতা করছেন তিনি, সেটি স্পষ্ট করেছিলেন রাজীব ব্যানার্জি।

RELATED VIDEOS