Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
2 minutes ago

Nusrat Jahan At Basirhat: বিজেপি করোনার থেকেও ভয়ঙ্কর, বসিরহাটে নুসরত জাহান

Videos Sarmita Bhattacharjee | Jan 15, 2021 02:08 PM IST
A+
A-

“বিজেপি করোনাভাইরাসের থেকেও ভয়ঙ্কর। তাই বাঁচতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে।” লোকসভা কেন্দ্র বসিরহাটের সভামঞ্চ থেকে একথাই বললেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। এদিন তিনি দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেএম চাঁদপুরের এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের যখন আর দেরি নেই। তখন দলীয় সাংসদরা যেকোনও মঞ্চ থেকেই রাজনৈতিক প্রচারে নিজেদের এগিয়ে রাখছেন। নুসরতও সেই পথের পথিক, তাই বসিরহাটের সভামঞ্চ থেকে বললেন, দিল্লি, মুম্বই থেকে বহিরাগত নেতাদের বাংলায় নিয়ে এসে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। এই সমূহ সমস্যাকে সমূলে উৎখাত করতে হলে মমতা ব্যানার্জিকে আগামী বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করতে হবে। এদিন সাংসদ অভিনেত্রী বসিরহাটের জনতাদে উদ্দেশ্যে বলেন, বিজেপি টাকা দিয়ে মানুষ কিনতে চাইছে।বাংলার সংস্কৃতির ধার তারা ধারে না। বিজেপি নেতাদের বিশ্বাস করবেন না। ওদের বিশ্বাস করলে ওরা ক্ষতি করবে। ওরা মানুষের পাশে থাকে না, সব সময় নিজেরটা নিয়ে চিন্তাভাবনা করে।

RELATED VIDEOS