Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
6 hours ago

Man Beaten to Death in UP: দিনের আলোয় ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন উত্তরপ্রদেশে

ভারত Sarmita Bhattacharjee | Dec 30, 2020 01:53 PM IST
A+
A-

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দিনের আলোয় ঘটল ভয়ঙ্কর ঘটনা! দুই ব্যক্তির লাঠির আঘাতে রাস্তায় রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় মৃত্যুর মুখে অবহেলায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। দিনের আলোয় ব্যস্ত রাস্তায় মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া ওই ব্যক্তির পাশ দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি কিন্তু কেউ একবারের জন্যও দুই অভিযুক্তকে পাকরাও কিংবা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেননি। ২৮ ডিসেম্বর সকালবেলা মৃত্যু হয় অজয় নামের ওই ব্যক্তির। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ, একজনের সহযোগিতায় হয়তো বেঁচে যেত অজয়বাবুর প্রাণ, এমনটাই মত পুলিশ কর্মীদেরও। মৃতের ভাই সঞ্জয় থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু সেখানেও পুলিশের তরফে কোনও সহযোগিতা মেলেনি বলেই দাবি তাঁর। একটি ফুলের দোকানকে ঘিরে সঞ্জয়ের সঙ্গে ঘটনায় মূল অভিযুক্ত গোবিন্দের ঝামেলার সূত্রপাত। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তা ভেসে যাচ্ছে রক্তে তবু মৃত্যু নিশ্চিত করতে অজয়কে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে চলেছে দুই অভিযুক্ত। প্রাথমিকভাবে পুলিশের দায়সারা থাকলেও পরে অভিযুক্ত দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ এবং তদন্ত চলছে।

RELATED VIDEOS