
সরকারী চাকরি দেওয়ার নামে উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) গজিয়ে উঠেছিল একটি প্রতারণা চক্র। চাকরি পাওয়ার আশায় অনেকেই লক্ষ লক্ষ টাকা দিত এই চক্রকে। তবে আদপে তাঁরা চাকরি পেত না, উল্টে তাঁরা টাকাও ফেরত পেতেন না। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। তারপরেই শুরু হয় তদন্ত। অবশেষে শুক্রবার সকালে এই চক্রের প্রধান মাথাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা এবং বেশ কয়েকটি স্বর্ণমূদ্রা।
গ্রেফতার অভিযুক্ত
জানা যাচ্ছে, তল্লাশি অভিযানে ধৃত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ১৩ লক্ষ নগদ টাকা ও ১৯টি সোনার কয়েন। এছা্ড়া একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্রও তাঁর থেকে উদ্ধার হয়েছে। পুলিশসূত্রে খবর, বিগত কয়েকদিনে এই ব্যক্তি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রতারিত চাকরিপ্রার্থীরা অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্তকে।
বাকিদের খোঁজে েশুকু হয়েছে তল্লাশি অভিযান
যদিও বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। এদিন গ্রেফতারির পরই অভিযুক্তকে পেশ করা হয় আদালতে। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ শুরু করবেন তদন্তকারী আধিকারিকরা। জারি রয়েছে গোটা ঘটনার তদন্ত।