প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মাটি নিয়ে তুতো ভাইদের মধ্যে অশান্তি। আর তার জেরে কুপিয়ে খুন। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরুটের (Meerut) নাগলা কুম্ভ এলাকায়। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় যুবকের। ঘটনাস্থলে পুলিশ এসে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। তারপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। সেই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কিনা তাও থতিয়ে দেখছে পুলিশ।

জমি নিয়ে বিবাদ

জানা যাচ্ছে, একটি জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে। এরমধ্যেই বুধবার জমির মাটি তোলাকে কেন্দ্র করে মারুফ নামে এক যুবককে কুপিয়ে খুন করে ইসমাইল এবং ইউনূস নামে দুই যুবক। অভিযুক্ত দুজনের সঙ্গেই পারিবারিক সম্পর্ক ছিল মারুফের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তাঁরাই এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শরীরে পাঁচটি ক্ষতচিহ্ন

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মারুফ নামে ওই যুবককে পেছন থেকে হামলা করা হয়েছে। তাঁর পিঠে, কোমরে মিলিয়ে মোট পাঁচটি ক্ষতিচিহ্ন রয়েছে। প্রবল রক্তক্ষরণে কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। উদ্ধার হয়েছে খুনের অস্ত্রও। ইতিমধ্যেই ইসমাইল ও ইউনূসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।