নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর হত্যার (Kill) পর, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সিদ্ধার্থনগরে একই রকম একটি ঘটনা সামনে এসেছে। স্ত্রী তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হত্যা করেছে। ১৮ বছরের বিবাহিত জীবন কাটানোর পরও এমন কাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে খবর, গত ২ জুন, বৃহস্পতিবার, মহিলা বেড়াতে যাওয়ার নাম করে স্বামীকে বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে বিষ খাইয়ে নদীতে ফেলে দেয়।
আরও পড়ুন: Indore Shocker: মদ খাওয়ার টাকা না দেওয়ায় ঠাকুমাকে খুন করে দেহ ট্রাঙ্কে লুকালো নাতি
এরপর ৮ দিন পর, গত ১০ জুন, যুবকের কঙ্কাল পাওয়া যায়। পুলিশ অভিযুক্ত স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে। মৃত ব্যক্তির নাম কান্নন (৪৮)। অভিযুক্ত স্ত্রীর নাম সঙ্গীতা (৩৫) এবং প্রেমিকের নাম অনিল শুক্লা (২৭)। সঙ্গীতা তার অপরাধ স্বীকার করেছে।