Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ মদ্যপান করার টাকা চেয়ে না পাওয়ায়, ৬৫ বছরের বৃদ্ধাকে খুন (Murder) নাতির (Grandson)। খুন কওরে দেহ লোকানো হল খাটের বাক্সের ভিতর। গ্রেফতার অভিযুক্ত। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজগঞ্জ এলাকায়। মৃত বৃদ্ধার নাম শান্তি ধনঞ্জয়। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে নাতি বিকাশের সঙ্গে থাকছিলেন তিনি। তার দুই সন্তানের দেখাশোনা করতেন। বিকাশ কোনও কাজ করত না। ঠাকুমার পেনসনের টাকাতেই চলত সংসার। সেই সঙ্গেই বিকাশের প্রচণ্ড মদের নেশা থাকায় আগেই তাকে ছেড়ে গিয়েছিল তার স্ত্রী। তাই ছেলেমেয়েদের দেখাশোনার দায়িত্ব গিয়ে পড়ে শান্তির উপর।

ঠাকুমাকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরল নাতি, গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, মাঝেমধ্যে টাকাপয়সা নিয়ে ঠাকুমা শান্তির সঙ্গে বচসা বাঁধত বিকাশের। মঙ্গলবার ভোর ৪ টে নাগাদ মদ্যপানের জন্য বৃদ্ধার কাছে টাকা চায় বিকাশ। তা দিতে রাজি না হতেই ঠাকুমাকে খুন কওরে বিকাশ। দেহ লোপাটের জন্য খাটের বাক্সে দেহ ঢুকিয়ে দেওয়া হয়। সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তার দুই সন্তান। তাদের রেখেই রাজস্থানে পালিয়ে যাওয়ার ছক কষে বিকাশ। কিন্তু শেষমেশ ধরা পড়ে যায় সে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে খাটের বাক্সের ভিতরে থাকা একটি ট্রাঙ্ক থেকে ৬৫ বছরের বৃদ্ধার দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই খুনের দায়ে বিকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

মদ খাওয়ার টাকা না দেওয়ায় ঠাকুমাকে খুন করে দেহ ট্রাঙ্কে লুকালো নাতি