Police, Representational Image (Photo Credit: File Photo)

পাকিস্তানের নাগরিক,  দীর্ঘমেয়াদি ভিসা থাকার সুবাদে পহেলগাম পরেও এদেশে বসবাস করছিলেন। কিন্তু সেই পাক নাগরিকের থেকেই উদ্ধার হল ভুয়ো আধার কার্ড, রেশন কার্ডের মতো জাল নথিপত্র। শুক্রবার এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বারেলিতে (Bareilly)। ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ভুয়ো নথিগুলি। সেই সঙ্গে অভিযুক্তকে পাকিস্তানে ফেরত পাঠানোরও প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

পাক নাগরিকের উদ্ধার জাল নথি

জানা যাচ্ছে, রাজ্যে ভিনদেশি অবৈধ নাগরিকদের আটক করে পুলিশ প্রশাসন  অপারেশন খোঁজ নামে একটি অভিযান শুরু করেছে। এই অপারেশনের মাধ্যমেই ফারহাত সুলতানা নামে এক পাক মহিলার বাড়িতে তল্লাশি অভিযান চালু করে। সেখানেই ভারতীয় নথিপত্র উদ্ধার হয়। প্রথমে অভিযুক্ত নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করলেও পরে তাঁকে দফায় দফায় জেরা করা হলে সে নিজেকে পাক নাগরিক বলে স্বীকার করেন।

অপারেশন খোঁজ

প্রসঙ্গত, পহেলগাম হামলার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন অবৈধ নাগরিকদের খোঁজে অভিযান চালু করে। সেই রকমই একটি অভিযান হল অপারেশন খোঁজ। ইতিমধ্যেই এই অভিযানে বারেলি এলাকা থেকে পাকিস্তানি, বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের আটক করে ফেরত পাঠিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন।