Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 15, 2025
সর্বশেষ গল্প
21 minutes ago

Mamata Banerjee On NRC Issue: ‘নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোন, এনআরসি এনপিআর হতে দেব না’

Videos Sarmita Bhattacharjee | Jan 13, 2021 05:31 PM IST
A+
A-

স্বাস্থ্যসাথীর কার্ড ফেরালে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। রানাঘাটের জনসভা থেকে এবিষয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নির্দেশ না মানলে কড়া শাস্তির বিষয়ও রয়েছে সেটা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি প্রায় নির্দেশের সুরে বলেন, “অনেক বড় বড় হাসপাতাল বলছে স্বাস্থ্যসাথীর কার্ড এখানে চলবে না। তাদের বলছি চালাতে হবে। জেলার ছোট ছোট নার্সিংহোম গুলো আছে। তাদের বলছি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে। মনে রাখবেন লাইসেন্স বাতিল করার ক্ষমতা সরকারের আছে।আপনাদের বলছি, কেউ যদি(নার্সিংহোম) আপনাদের হেনস্তা করে তাহলে একটা এফআইআর করবেন। বাকিটা সরকার দেখে নেবে। যদিকোনও সমস্যা থাকে তাহলে তা মেটাতে হবে। তবে রোগীর পরিষেবা যেন কোনওভাবেই ব্যাহত না হয়।” মেয়াদের শেষবেলায় ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বড়ই তৎপর রাজ্য। দেখা যাচ্ছে, স্বাস্থ্যসাথীর কার্ড করাতেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ক্যাম্পগুলিতে মানুষ সবথেকে বেশি আসছে। ভোটের আগে তাই এই প্রকল্পের পরিষেবা পেতে মানুষকে যাতে হয়রানি পোহাতে নাহয় সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে রাজ্যপ্রশাসনের।

RELATED VIDEOS