Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
4 hours ago

India Suspends All Flights from UK: করোনা এবার আরও ভয়ঙ্কর, ব্রিটেন থেকে আগত সমস্ত বিমান বাতিল ভারতের

ভারত Sarmita Bhattacharjee | Dec 22, 2020 12:41 PM IST
A+
A-

নভেল করোনাভাইরাসের (novel coronavirus) নতুন মিউট্যান্ট স্ট্রেনের আতঙ্কে কাঁপছে গোটা ইউরোপ। এই পরিস্থিতিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিমান আসাযাওয়া বাতিল করল ভারত সরকার। ২২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টা বেজে ৫৯ মিনিটে এই নিময় বলবৎ হতে চলেছে। মন্ত্রকের তরফে টুইট করে ইংল্যান্ড থেকে আসা বিমান ও ইংল্যান্ডে যাওয়া বিমানের চলাচল বাতিল হওয়ার খবর জানানো হয়েছে। বর্তমানে ইংল্যান্ড ও ভারতের মধ্যে বিমান পরিবহনে সক্রিয় রয়েছে ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, ব্রিটিস এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক নামের বিমান সংস্থা। এই বিমান সংস্থাগুলি সপ্তাহে দুই দেশের মধ্যে ৪০টি ফ্লাইট চালায়। ভারতের ৮টি বিমানবন্দর থেকে ইংল্যান্ডের বিমান ওড়ে।তবে করোনার নতুন স্ট্রেনের আতঙ্কে ইংল্যান্ড থেকে ভারতে বিমানের যাতায়াত বাতিল হলেও এই তালিকায় পড়েছে না বিশেষ ফ্লাইট ও আন্তর্জাতিক কার্গো বিমানগুলি। মূলত সংক্রমণ রুখতেই এই বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছড়াও অন্যসব কানেক্টিং ফ্লাইটে যে যাত্রীরা ইংল্যান্ড থেকে ফিরছেন তাঁদের যেন ভারতের বিমানবন্দের নামার সঙ্গে সঙ্গেই বাধ্যতামূলক আরটি-পিসিআর করানো হয়। এই নির্দেশিকা জারি হয়েছে।

RELATED VIDEOS