
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে মেঘানিনগরে আচমকাই ভেঙে পড়েছিল এআই ১৭১ (AI171) বিমানটি। আগুনে ঝলসে যায় অধিকাংশ বিমানযাত্রীর দেহ। লন্ডনগামী ওই বিমানে দুর্ঘটনার সময় ক্রু সহ ২৪২ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে ভারতীয়দের পাশাপাশি ব্রিটেন, কানাডা ও পর্তুগালের নাগরিকরাও ছিলেন। ফলে ঘটনাটি নিয়ে শোকপ্রকাশ করেছেন সেই সমস্ত দেশের রাষ্ট্রনেতারাও। এছাড়া এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইরান, ইতালি সহ একাধিক দেশের রাষ্ট্রনেতারাও।
আহমেদাবাদের দুর্ঘটনা নিয়ে জর্জিয়া মেলোনির মন্তব্য
এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি লিখেছেন, আহমেদাবাদের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ইতালি সরকার এবং আমার পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।
দেখুন জর্জিয়া মেলোনির পোস্ট
Profondamente addolorata per il tragico disastro aereo avvenuto ad Ahmedabad. A nome del Governo italiano e mio personale, esprimo le più sincere condoglianze alle famiglie delle vittime e la nostra piena solidarietà al popolo indiano in questo momento di grande dolore.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 12, 2025
সমবেদনা জানিয়েছেন মহম্মদ ইউনূস
এই ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি বলেন, আহমেদাবাদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। শোকাহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সমবেদনায় আমরা সামিল রয়েছি। এই কঠিন সময়ে বাংলাদেশ ভারতের পাশে রয়েছে।
দেখুন মহম্মদ ইউনূসের মন্তব্য
Shocked at the tragic crash of #AirIndia flight carrying 242 passengers in Ahmedabad.
We join all in prayers for the bereaved ones and their families.#Bangladesh stands in solidarity with people and government of #India at this trying time.
— Chief Adviser of the Government of Bangladesh (@ChiefAdviserGoB) June 12, 2025
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রতিক্রিয়া
দুর্ঘটনাটি শোনার পর শোকপ্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে। তিনি লিখেছেন, আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। সমস্ত প্রয়াত বিমানযাত্রীদেরে প্রতি সমবেদনা রইল। সেই সঙ্গে বিমানটি আছড়ে পড়ার কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা রয়েছে।
দেখুন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মন্তব্য
I am deeply saddened by the tragic crash of Air India flight AI171 near Ahmedabad today. We offer our heartfelt condolences to the families of all those affected onboard.
Equally heartbreaking are the civilian casualties on the ground, including young medical students whose…
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) June 12, 2025
দুর্ঘটনার তদন্ত করতে চায় ব্রিটেন
এদিকে এই দুর্ঘটনা নিয়ে ভারতের তদন্তকারী দলের সঙ্গে যুক্ত হতে চায় ব্রিটেন। আসলে এই দুর্ঘটনায় ভারতীয়রা ছাড়াও অসংখ্যা ব্রিটেনের নাগরিকের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনা কীভাবে ঘটল, সেই বিষয়ে জানতে চায় ব্রিটেনের তদন্তকারী সংস্থাও। সেই কারণে ইতিমধ্যেই ভারত সরকারকে প্রস্তাব দিতে চলেছে ব্রিটেন সরকার।