
মহারাষ্ট্রের (Maharashtra) বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। আর এই প্রাকৃতিক দুর্ষোগের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ছত্রপতি সাম্ভাজিনগর এলাকায় সিদ্ধার্থ গার্ডেনের মূল ফটক ভেঙে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। আহও আরও দুই বাসিন্দা বর্তমানে ভর্তি রয়েছেন স্থানীয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে স্থানীয় প্রশাসন ও পুরসভার আধিকারিকরা। উদ্ধারকারী দল তড়িঘড়ি আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
পুরসভার কমিশনার জি শ্রীকান্ত ঘটনা সম্পর্কে বলেন, এদিন সন্ধ্যে ৬টা, সাড়ে ৬টার দিকে প্রবল ঝড় শুরু হয়। তারমধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে। ঝড়বৃষ্টি হওয়ার কারণে অনেকেই পার্কের ঢোকার গেটে সামনে শেডের নীচে দাঁড়িয়েছিলেন। আর তখনই আচমকা দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের ফরেন্সিক টিক ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে গিয়েছেন। ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত হবে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে প্রশাসন।
পুর আধিকারিকের নির্দেশ
সেই সঙ্গে পুরসভার কমিশনার ওই এলাকায় আগামী ৭ দিনের মধ্যে ইঞ্জিনিয়ারদের পুরোনো বাড়ি, ভবন, সরকারি নির্মাণের স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দিয়েছে। এরপর অডিট করে সেগুলির মেরামতি শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।