
পুনেতে (Pune) একটি পেট্রোল পাম্পের সামনে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমে এক অটোচালককে গ্রেফতার করল পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতী বিদ্যাপীঠ থানা এলাকার শহীদ কর্নেল পাতিল পেট্রোল পাম্পের কাছে সার্ভিস রোডে। ঘটনার তদন্তে নেমে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং মোবাইল লোকেশন দেখে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও ডাকাতি ও খুনের অভিযোগ রয়েছে। বুধবারই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে খুনের কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
ঘটনার তদন্তে নামে পুলিশ
পুলিশসূত্রে খবর, গত ২০ মে অজ্ঞাত পরিচয়ের ওই মহিলার দেহ রাতের অন্ধকারে উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ মহিলার মোবাইল লোকেশন খতিয়ে দেখে জানতে পারে যে সে নন্দেদ এলাকা থেক নারুলা ব্রিজ এলাকায় এসেছিসেন। সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় সে একটি বাইকে করে এসেছিলেন। তারপর বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ওই মহিলার গতিবিধি দেখা যায়।
গ্রেফতার অভিযুক্ত
এরপর যেখানে ওই মহিলার দেহ উদ্ধার হয়, তার থেকে কিছুটা দূরে একটি অটোর সন্ধান পাওয়া যায়। সেই অটোর তথ্য বের করে জানা যায় যে মালিকের নাম শাহরুখ সাকিব মনসুখ। তাঁর মোবাইল লোকেশন খতিয়ে দেখা যায় যে ঘটনার সময় সে নারুলা ব্রিজেই ছিল। যুবকের ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখে সন্দেহ হয় পুলিশেরও, তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।