Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
49 minutes ago

India Must Have 4 Capitals Including Kolkata | Mamata Banerjee: কলকাতা হোক রাজধানী, দাবি মমতার

Videos Sarmita Bhattacharjee | Jan 25, 2021 02:49 PM IST
A+
A-

নেতাজির জন্মদিবসে (Netaji Subhas Chandra Bose Jayanti) কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদ্‍যাপন উপলক্ষ্যে আজ শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এরপর সেখানে মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে নানা ইশুতে সমালোচনা করেন। এছাড়াও তিনি দাবি করেন, ভারতের একটা রাজধানী কলকাতাকে করা হোক। দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা উচিত। চার জায়গায় সংসদের অধিবেশন হওয়া উচিত। নেতাজির পরিবার আমাদের কাছে পূজনীয়। সুভাষজি বলতেন ভারত সব ধর্মের মিলন মেলা। আজাদ হিন্দ ফৌজে সব ধর্মের মানুষ ছিলেন। কারণ তিনি বলতেন তিনি ভারতের জন্য লড়ছেন। ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুলের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। এই তদন্ত বের হওয়া উচিত। পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা অস্তাচলে যায়। ব্যারাকপুরে শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। নেতাজি নিজেই একটি ইতিহাস। তিনি বীরযোদ্ধা বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জি।

RELATED VIDEOS