Close
Advertisement
 
শনিবার, জানুয়ারী 18, 2025
সর্বশেষ গল্প
10 minutes ago

Iman Chakraborty Got Married: 'জাস্ট ম্যারিড', ইমন চক্রবর্তীর বিয়ের অ্যালবাম একনজরে

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 01, 2021 12:34 PM IST
A+
A-

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আজ রেজিস্ট্রি ম্যারেজ করে আইনত বিবাহিত হলেন গায়িকা। সুরকার নীলাঞ্জন ঘোষের (Nilanjn Ghosh) সঙ্গে প্রেমের সম্পর্ক সম্পূর্ণতা পেল। রেজিস্ট্রির সময় লাল টুকটুকে শাড়িতে দেখা যায় ইমনকে, স্বামী নীলাঞ্জন পরেছিলেন সাদা পাঞ্জাবি। আগামী ২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিনই। পাশাপাশি দু'জনের তরফে নিমন্ত্রিতরা সেখানে উপস্থিত থাকবেন। বিয়ের দিন সাবেকি সাজে সুসজ্জিত হবেন নবদম্পতি। বিয়ে এবং রিসেপশনের পোশাক নির্বাচনের দায়িত্ব পেয়েছেন বন্ধু ডিজাইনার অভিষেক রায়। গায়ে হলুদে ইমন পরবেন সাদা কেরল কটন। সঙ্গে থাকবে মানানসই ব্লাউজ। বর পরবেন সাদা এবং হলুদ মেশানো লিনেনের কুর্তা-কেরল ধুতি। বিয়েতে ডিজাইনার লাল বেনারসী পরবেন ইমন। নীলাঞ্জন পরবেন লাল-সাদা কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি। ইতিমধ্যে দু' জনের আইবুড়োভাতের পর্ব হয়ে গেছে। ব্যাচেলরেট পার্টিও শেষ। শুক্রবারই পোস্ট করেছিলেন প্রি-ওয়েডিংয়ের ছবি।

RELATED VIDEOS