বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো, আর বাংলা গান শুনবে না বলছো? কে হে তুমি? গানের অনুষ্ঠানে এসে ভরা মঞ্চে এক শ্রোতাকে এভাবেই আক্রমণ করলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। শনিবার নিউটাউনে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার ফ্যামিলি ডে অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হিসেবে গান গাইতে এসেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তী। তাঁর গান শুনতে দর্শকদের ভিড়ও জমেছিল উল্লেখজনকভাবে। আর সেই অনুষ্ঠান চলকালীন এক যুবক বলে ওঠেন, বাংলা গান শুনব না, হিন্দি গান গাইয়ে...হাম নাচেঙ্গে। আর এই শুনেই ক্ষেপে ওঠেন ইমন।
শনিবার রাতেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে, তিনি গান থামিয়ে বলেন, "তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, তাহলে আমি সাহস করে বলছি, অন্য কোনও রাজ্যে গিয়ে যদি তুমি এরকমভাবে বলো, তাহলে জোরের সঙ্গে বলছি, তোমার চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই রাজ্যের নাম বাংলা। সুতরাং সব শোনো, মারাঠী গান, পঞ্জাবী গান, হিন্দি গান, ইংরাজি গানও শোনো। কিন্তু তুমি কে হে যে বলো বাংলা গান শুনবো না? ওর সাহস থাকলে ওঁকে স্টেজে পাঠাও। দেখি ওঁর কত বড় সাহস। এসব ভন্ডামি এখানে করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো, আর বাংলা গান শুনবে না বলছো"?
View this post on Instagram
ইমনের এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনকার দিনে অনেকেই দর্শকদের অনুরোধে বাংলা ভাষার অপমান সহ্য করে স্টেজে অন্য ভাষায় গান গায়। কিন্তু ইমন যেভাবে গলা উচিয়ে এর প্রতিবাদ করেছেন, তার জন্য অনুষ্ঠানে আসা বাকি বাঙালি শ্রোতা তো বটেই, এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁকে সাধুবাত দিচ্ছেন অনেকে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানেই পরবর্তীকালে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গেয়েছেন তিনি। তাঁর মতে, হিন্দি বা অন্য ভাষায় গান গাইতে তাঁর কোনও অসুবিধা নেই। কিন্তু তাই বলে বাংলা ভাষা বা গানকে অপমান করার কোনওভাবেই তিনি মেনে নেবেন না।