Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 17, 2025
সর্বশেষ গল্প
40 minutes ago

Congress MLA Harsh Vijay Gehlot Threatens Lady Government Officer: মহিলা আমলার সঙ্গে দুর্বব্যহার, বিপাকে কংগ্রেস বিধায়ক

ভারত Sarmita Bhattacharjee | Jan 19, 2021 05:23 PM IST
A+
A-

তিন কৃষি আইনের (Farmers Law) বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক হর্ষ বিজয় গেহলটের (Congress MLA Harsh Vijay Gehlot) নেতৃত্বে চলছিল বিক্ষোভ মিছিল। মিছিল শেষ হতেই বিপাকে জড়ালেন বিজয় গেহলট। সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (‌এসডিএম)‌ কামিনী ঠাকুরের সঙ্গে দুর্বব্যহার এবং অসম্মানজনক মন্তব্যের অভিযোগ উঠল কংগ্রেস (Congress) বিধায়কের বিরুদ্ধে। রবিবার রাতলাম জেলার সৈলানায় ঘটনাটি ঘটেছে। 'আপনি একজন মহিলা। পুরুষ হলে এতক্ষণে কলার টেনে হাতে স্মারকলিপি ধরিয়ে দিতাম।' সৈলানা মধ্যপ্রদেশ এবং রাজস্থান সীমান্তের মধ্যবর্তী একটি এলাকা। সেখানেই দিল্লির প্রতিবাদকারী কৃষকদের সমর্থনে ট্রাক্টর মিছিল করেছিল কংগ্রেস। মিছিল শেষে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে স্মারকলিপি জমা দিতে যান কংগ্রেস সমর্থকেরা। সেখানেই ঘটেছে এই ঘটনাটি।

RELATED VIDEOS