Raja Raghuvanshi Murder Case CCTV Footage (Photo Credits: X)

ইন্দোর, ৯ জুনঃ রাজাকে খুন করার পরিকল্পনা সাজিয়েই মেঘালয়ে মধুচন্দ্রিমায় (Honeymoon) গিয়েছেন সোনম রঘুবংশীকে (Sonam Raghuwanshi)। মতের বিরুদ্ধে গিয়েই রাজাকে বিয়ে করেছিলেন সোনম? স্বামীকে খুন করার জন্যে ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন তিনি। রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় নতুন এক সিসিটিভি ফুটেজ উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ২২ মে খুন হওয়ার আগে রাজার সঙ্গে বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিলেন সোনম। রাজার বাইকে ওঠার আগে ফোনে কারুর সঙ্গে চ্যাট করছিলেন স্ত্রী সোনম। সেই ফুটেজ দেখেই পুলিশের সন্দেহ, ভাড়াটে খুনিকে নিজেদের লোকেশনের আপডেট জানাতেই ওই কথোপকথন করেছিলেন তিনি। তার পরের দিন ২৩ মে নিখোঁজ হয়েছিলেন রাজা এবং সোনম। এরপর ২ জুন উদ্ধার হয় রাজার দেহ।

মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন

মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) বাসিন্দা রাজা রঘুবংশীক (Raja Raghuwanshi)। সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তিনি। আর এই ভ্রমণই রাজার জীবনে কাল হয়ে দাঁড়াল। স্ত্রীর ভাড়া করা খুনির হাতেই খুন হতে হয়েছে তাঁকে। অন্যদিকে আবার স্বামীকে খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সোনম। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিপুর নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সোনম। রাজা-হত্যা কাণ্ডে সোনম-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাণ্ডা মাথায় জোট করে স্বামীকে খুনের পরিকল্পনা সাজিয়েছিল দোষীরা।

রাজা রঘুবংশী হত্যা-কাণ্ডে সামনে এল নয়া সিসিটিভি ফুটেজ

গত ১১ মে রাজা এবং সোনমের বিবাহ হয়। ২০ মে নবদম্পতি মেঘালয়ে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা দেন। ২১ মে তাঁরা সন্ধ্যায় তাঁরা শিলংয়ের একটি গেস্ট হাউসে ওঠেন। মেঘালয় ঘুরে দেখার জন্যে রাজা একটি স্কুটার ভাড়া করেছিলেন। এরপর ২৩ মে নিখোঁজ হন রাজা।