Close
Advertisement
 
শনিবার, ডিসেম্বর 28, 2024
সর্বশেষ গল্প
13 minutes ago

Actor Dipankar Dey, Bharat Kaul Joins TMC: তৃণমূলে যোগ অভিনেতা দীপঙ্কর দে, ভরত কলের

Videos Sarmita Bhattacharjee | Feb 05, 2021 06:01 PM IST
A+
A-

তৃণমূলে যোগ দিলেন অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল। আজ তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে তাঁরা দলে যোগ দেন। এছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন সংগীত শিল্পী রশিদ খানের কন্যা শাওনা খান ও বাংলা ধারাবাহিকের পরিচিত অভিনেত্রী লাভলি মিত্র। ব্রাত্য বসু বলেন, “প্রচুর কমবয়সি ছেলে-মেয়েরা বিভিন্ন জেলায় তৃণমূলে যোগ দিতে চাইছে। আমরা সবাইকে এখানে একসঙ্গে জায়গা দিতে পারব না। ফলে জেলায় জেলায় তাঁদের যোগদানের ব্যবস্থা করা হচ্ছে।” কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। এরপর শাসকদলের সঙ্গে যুক্ত হন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) ও ইম্পার (EIMPA) কর্তা পিয়া সেনগুপ্ত।

RELATED VIDEOS