Xiaomi Mi Air Purifier: দূষণ থেকে মুক্তি চান? ১০ হাজারের মধ্যে এয়ার পিউরিফায়ার আনল শাওমি
এমআই এয়ার পিউরিফায়ার ৩ (Photo: Twitter@XiaomiIndia)

বেঙ্গালুরু, ৬ নভেম্বর: ভারতে স্মার্ট এয়ার পিউরিফায়ার (air purifier) লঞ্চ করল চিনের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা শাওমি (Xiaomi)। বুধবার ভারতে নতুন এমআই এয়ার পিউরিফায়ার ৩ (Mi Air Purifier 3) তারা লঞ্চ করেছে। দাম ৯ হাজার ৯৯৯ টাকা। তিনটি মডেলে পাওয়া যাবে এই এয়ার পিউরিফায়ার। ডিভাইসটি বর্তমানে Mi.com এ পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার মানে কাল থেকে অনলাইনে কেনা যাবে এটি। অ্যামাজন ও ফ্লিপকার্টে পাওয়া যাবে। এয়ার পিউরিফায়ার ৩ মূলত এমআই এয়ার পিউরিফায়ার 2 এস এর নবতম ভার্সান। এটি গত বছর বাজারে এসেছিল। এমআই এয়ার পিউরিফায়ার ৩ তিন লেয়ার ফিল্টার রয়েছে। যার মধ্যে একটি প্রাইমারি ফিল্টার, একটি এইচইপিএ ফিল্টার এবং একটি অ্যাকটিভ কার্বন ফিল্টার।

এক বিবৃতিতে শাওমি জানিয়েছে," প্রাইমারি ফিল্টারটি বাতাসে বড় কণা (পিএম ১০ এবং তার উপরে) আটকে দেবে। ট্রু এইইচপিএ ফিল্টার ছোটো দূষণ (পিএম ২.৫) ৯৯.৯৭ শতাংশ অপসারণ করতে সক্ষম। আর অ্যাকটিভ কার্বন ফিল্টার ফর্মালডিহাইড, বিষাক্ত পদার্থ এবং দুর্গন্ধ থেকে বাতাসকে আলাদ করে।" আরও পড়ুন: Smartphone Game: পাবজিকে হারিয়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমের তকমা ছিনিয়ে নিল কল অফ ডিউটি

সংস্থার মতে, ৩৬০ ডিগ্রি সিলিন্ড্রিক্যাল ফিল্টার ডিজাইনটি সমস্ত দিক থেকে বাতাস টানে। এমআই এয়ার পিউরিফায়ার ৩ প্রতি মিনিটে ৬ হাজার ৩৩ লিটার বিশুদ্ধ বায়ু সরবরাহ করতে সক্ষম। ডিভাইসটিতে টাচ স্ক্রিন রয়েছে। রয়েছে এলইডি ডিসপ্লে। যাতে রিয়েল টাইমে এয়ার কোয়ালিটি সূচক দেখায়। ডিভাইসটি এমআই হোম অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে।