Wuhan Smart City Video: ভারতে স্মার্ট সিটির নামে প্রহসনের খবর বারবারই শোনা যায়। আমাদের স্মার্ট সিটি মানেই স্বপ্ন বিক্রি করে ভোট আদায়। ভারতে স্মার্ট সিটির সংজ্ঞাটাও ঠিক পরিষ্কার নয়। স্মার্ট সিটি মানেই বিনামূল্যে ইন্টারনেট আর ঝাঁ চকচকে রাস্তা নয়। স্মার্ট সিটি আসলে ঠিক কাকে বলে, কেমন হয় তা দেখাচ্ছে চিন। ক বছর আগে চিনের উহানকে বলা দুনিয়া চিনেছিল করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র হিসাবে। উহান থেকেই শুরু হয়েছিল কোভিডের ধ্বংসযাত্রা। সেই উহান এখন দুনিয়ার মডেল স্মার্ট সিটি। উহানে পা রাখলে মনে হবে, ২০৭৫ সালের কোনও উন্নত শহরে এসে পড়া হয়েছে মনে হয়। ভবিষ্যতের শহর গড়ছে উহান! স্মার্ট ল্যাম্পপোস্ট থেকে চালকবিহীন ট্যাক্সি। উহান এখন রূপ নিয়েছে এক 'ফিউচারিস্টিক স্মার্ট সিটি'-তে।
করোনার শহর এখন স্মার্টেস্ট মায়াবী নগরী
চিনের এই শহরের রাস্তায় বসানো হয়েছে 'ওয়্যারলেস চার্জিং স্ট্রিটলাইট', আর রাস্তায় চলছে চালকবিহীন ট্যাক্সি। এ যেন বাস্তব জীবনে ভবিষ্যতের শহর! উহানে প্রযুক্তিগত অগ্রগতির আরও এক মাইলফলক হল অপ্টিকস ভ্যালি মনোরেল। যা চিনে এই প্রথম। ২০২৩ সালে চালু হওয়া এই ঝুলন্ত মনোরেল উহানের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করেছে।
দেখুন উহানের স্মার্ট সিটি
Smart city innovations in Wuhan
[📹Tina Liu]pic.twitter.com/o8l11uBNdZ
— Massimo (@Rainmaker1973) October 21, 2025
দেখুন উহানের মনোরেলের ভিডিও
The Wuhan Sky Train is an innovative public transportation system in Wuhan, China. This elevated monorail provides a scenic and efficient way for residents and visitors to travel around the city. pic.twitter.com/KllWYTS1dt
— China Perspective (@China_Fact) November 5, 2024
চিনের ১৬টি শহর এখন 'স্মার্ট সিটি'
এছাড়াও, উহান এখন চালকবিহীন যানবাহন উন্নয়নের জন্য চিনের ১৬টি শহরের একটি হিসেবে নির্বাচিত হয়েছে। এটা চিনা সরকারের জাতীয় পর্যায়ের পাইলট প্রজেক্ট, যার মাধ্যমে ড্রাগনের দেশ ভবিষ্যতের পরিবহণ প্রযুক্তির দিকে দ্রুত এগিয়ে চলেছে। যদিও নিরাপত্তা ও বাস্তবায়ন নিয়ে কিছু উদ্বেগ রয়েছে, তবুও দেশটির প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেমে নেই।