Photo Credits: ANI

নয়াদিল্লি: ২০২৩ সালের জানুয়ারি (January 2023) মাসে ভারতে ২৯ লক্ষের বেশি অ্যাকাউন্ট (accounts) বন্ধ (banned) করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বুধবার একথাই জানালেন হোয়াটসঅ্যাপের মুখপাত্র (WhatsApp Spokesperson)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বুধবার এপ্রসঙ্গে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেন, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন ( IT Rules 2021) অনুযায়ী আমরা ২০২৩ সালের জানুয়ারি মাসের রিপোর্ট প্রকাশ করেছি। ওই রিপোর্টে ব্যবহারকারীদের অভিযোগ (user complaints) এবং তার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ কী ব্যবস্থা নিয়েছে (action taken) তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। এর সঙ্গে আমাদের প্রতিরোধ মূলক ব্যবস্থা (preventive actions) নেওয়ার বিষয়টিও রয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র জানুয়ারি মাসেই ভারতে ২৯ লক্ষের বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সংস্থার তরফে।