WhatsApp-এর প্রাইভেসি পলিসি (Photo Credits: File Image)

পেরেন্ট সংস্থা facebook-এর সঙ্গে তথ্য শেয়ার সংক্রান্ত নোটিফিকেশন যেদিন WhatsApp প্রথম পাঠালো সেদিন থেকেই এই সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজারদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। আসলে বর্তমান সময়টা এমনই যখন আমরা প্রতিদিন অনলাইনে প্রতারিত হওয়ার আশঙ্কায় ভুগতে থাকি। তথ্য চুরি করে তাদিয়ে খারাপ কাজ করার খবর আসে। আমরা আরও আতঙ্কিত হয়ে পড়ে। এমন সময় WhatsApp ইউজারের তথ্য গোপনের পলিসি আপডেট করতে চায়। কারণ সেই তথ্য WhatsApp এখন ব্যবহার করবে। যদি ইউজার WhatsApp-কে নিজের ব্যক্তিগত তথ্য ব্যবহারে বাধা না দেন তাহলে অবশ্যই পলিসি অ্যাকসেপ্ট করুন। নাহলে ৮ ফেব্রুয়ারির পর ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে এই জনপ্রিয় অ্যাপ। আরও পড়ুন-Supreme Court: কেন্দ্রের তিন কৃষি আইনে ফের স্থগিতাদেশ, সুপ্রিম রায়ে খুশি কৃষকরা

WhatsApp-এর এই নতুন প্রাইভেসি পলিসিটা আসলে কী?  ইউজারের থেকে এ ঠিক কোন তথ্য নেবে?  কী ফেসবুকের সঙ্গে শেয়ার করা হবে?  WhatsApp কী আপনার ব্যক্তিগত কথোপকথন পড়বে? এই প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখুন WhatsApp প্রাইভেসি পলিসি ফ্যাক্টসে।

WhatsApp কী আপনার ব্যক্তিগত বার্তা পড়তে বা শুনতে পাচ্ছে?

না, ফেসবুক বা WhatsApp কেউই আপনার ব্যক্তিগত মেসেজ পড়তে বা শুনতে পায় না। যাঁর সঙ্গে কথা বলছেন আপনার ও তাঁর মধ্যে বিষয়টি থাকছে। কারণ ব্যক্তিগত মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই মেসেজ সুরক্ষিতভাবে বন্ধ আছে। শুধু প্রেরক ও গ্রাহক ছাড়া কেউ তা পড়তে বা শুনতে পাবেন না।

মোবাইল ওপারেটররা চাইলে গ্রাহকের ফোনকলের রেকর্ড রাখতে পারে। কিন্তু WhatsApp নয়। কারণ কোটি কোটি ইউজারের ফোনকলের রেকর্ড রাখতে গিয়ে ব্যক্তিগত স্পেস যেমন কমবে। তেমনই নিরাপত্তার ঝুঁকিও থেকে যাচ্ছে। তাই WhatsApp-এলোকেশন শেয়ার করলেও তা দুজনের বাইরে কেউ জানতে পারবে না। আপনার ফোন নম্বরের যে বুক রয়েছে তাতে WhatsApp-এর অবাধ প্রবেশ থাকায় ইউজারের কনট্যাক্টস তার জানা। তবে অন্য কোনও অ্যাপসের সঙ্গে এই ফোন নম্বরের বুক শেয়ার করা নেই। হ্যাঁ WhatsApp সম্পূর্ণ ব্যক্তিগত। বিজ্ঞাপনী সুবিধার্থে ইউজারের ব্যক্তিগত তথ্য WhatsApp facebook –কে শেয়ার করে না।

WhatsApp আপনার থেকে কোন কোন তথ্য নিয়েছে জানতে চাইলে তা ডাউলোডও করতে পারেন। সেজন্য প্রথমে দেখুন WhatsApp Settings > Account > Request account info এবং Tap Request report. The screen will update to state

এই প্রক্রিয়াটিতে তিনদিন সময় লাগবে। তারপর সেই তথ্যের জিপ ফাইল পেয়ে যাবেন ইউজার।