চিনা স্মার্টফোন সংস্থা ভিভো বাজারে নিয়ে এল দুর্দান্ত দুটি 5G স্মার্টফোন। ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত। এছাড়া লম্বা কথা বললেও ব্যাটারি খরচ হবে না। রয়েছে শক্তিশালী ব্যাটারি। ভিভো, চাইনিজ স্মার্টফোন সংস্থা Vivo X50 সিরিজের নতুন দু'টি ফোন Vivo X50, Vivo X50 Pro 5G স্মার্টফোন এল বাজারে। ফ্লিপকার্ট এবং আমাজন.ইন-এ আপনি এই দু'টি ফোনের প্রি-বুকিং সেরে নিতে পারেন, ২৪ জুলাই থেকে শুরু হবে বিক্রি।
কী কী ফিচার রয়েছে ফোনটিতে। দেখে নিন একনজরে। Vivo X50 সিরিজের দু'টি ফোনেই ৬.৫৬ ইঞ্চির E3 AMOLED HDR10+ ক্যাপাসিটির 90Hz রিফ্রেশ রেট-সহ মাল্টি-টাচ 3D কার্ভড ডিসপ্লে এবং রিজলিউশন 2376x1080 পিক্সেল। Vivo X50 স্মার্টফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপ, Sony IMX598 সেন্সর-সহ ৪৮ এমপি ক্যামেরা এবং ১৩ এমপি পোট্রেট লেন্স, ৮ এমপি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ এমপি ম্যাক্রো লেন্স। Vivo X50 Pro স্মার্টফোনে রয়েছে মড্যিউল স্পোর্টিং কোয়াড রিয়ার ক্যামেরা সেট-আপের সঙ্গে Sony IMX598 সেন্সর, ১৩ এমপি পোট্রেট স্ন্যাপার, 60x superzoom-সহ ৮ এমপি টেলিফটো শ্যুটার এবং ৮ এমপি ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Vivo X50 এবং Vivo X50 Pro, দু'টি স্মার্টফোনেই রয়েছে ৩২ এমপি শুটার। দেখুন ভিডিও-
Vivo X50 স্মার্টফোনটি ৪,২০০ মেগাহার্ৎজ ব্যাটারি সম্পন্ন, অন্যদিকে Vivo X50 Pro স্মার্টফোনটি ৪,৩১৫ মেগাহার্ৎজ ব্যাটারি সম্পন্ন, দু'টো ফোনেই রয়েছে 33W ফ্ল্যাশ চার্জ 2.0 ফেসিলিটি। Vivo X50 সিরিজের ফোন দু'টি Adreno 620 GPU-সহ Qualcomm Snapdragon 765G SoC রয়েছে। Vivo X50-র ফোন দু'ধরণের- একটিতে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ এবং অপরটিতে 8GB RAM + 256GB এবং Vivo X50 Pro তে 8GB RAM + 256 জিবি স্টোরেজ রয়েছে। Vivo TWS Neo-তে রয়েছে Deep X Stereo সাউন্ড এফেক্ট, নয়েজ ক্যান্সেলিং, স্লাইড কন্ট্রোল ফিচার এবং ২২.৪ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে ফোনে আর 88ms লো ব্যাটারি রয়েছে। 8GB RAM + 128GB-সহ Vivo X50 ফোনটির দাম ৩৪,৯৯০, 8GB RAM + 256GB-র মূল্য ৩৯,৯৯০।
Vivo X50 Pro-র দাম ৪৯,৯৯০, এতে পেয়ে যাবেন TWS Neo ইয়ারবাড মাত্র ৫,৯৯০।