WhatsApp (Photo Credits: WhatsApp)

নতুন দিল্লি, ১ সেপ্টেম্বর: চলতি বছরের নতুন তথ্যপ্রযুক্তি আইনের (New Information Technology Rules 2021) আওতায় ৩০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্টকে নিষিদ্ধ করল জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (WhatsApp Bans 3 Million Indian Accounts)৷ ১৬ জুন থেকে ৩১ জুলাই, এই ৪৬ দিনের মধ্যে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে৷ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ১৩৭টি রিপোর্ট হয়েছে৷ তার মধ্যে একটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য আসা অনুরোধ সংখ্যা ৩১৬৷ Whatsapp ব্যবহারকারীরাই সমস্ত অভিয়োগ এনেছেন৷ সেই সব অভিযোগের মূল্যায়ণ করার পর অভিযোগকারীকে যথাযথ উত্তরও দেওয়া হয়েছে৷ সামগ্রিকভাবে, ভারতে ৯৫ শতাংশেরও বেশি নিষিদ্ধ হওয়া Whatsapp অ্যাকাউন্টের নেপথ্যে রয়েছে 'স্প্যাম'৷ ২০১৯থেকে এই বাল্কে মেসেজ করার প্রবণতা অনেকটাই বেড়েছে৷  আরও পড়ুন-Gold Vada Pav: বিশ্বে প্রথম, দুবাইের রাস্তায় বিকোচ্ছে সোনার বড়া পাও; (দেখুন ভিডিও)

১৫ সে থেকে ১৫ জুন এই এক মাসের মধ্যে Whatsapp প্রথম অভিযোগ রিপোর্ট তৈরি করে৷ সেখানে বলা হয় ২০ লাখ ভারতীয় ইউজারকে নিষিদ্ধ করা হচ্ছে৷ সার্চ ইঞ্জিন গুগল-ও দেড় লাখেরও বেশি কনটেন্টকে উড়িয়ে দিয়েছে৷ জুলাই মাসে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয় গুগল৷ মে জুন মাসে জমা পড়া অভিযোগগুলি মূল্যায়ণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ জমা পড়া অভিযোগের মধ্যে  ৯৮ শতাংশের বেশির বিষয়বস্তু ছিল কপিরাইট সংক্রান্ত অভিযোগ৷