টয়োটা কির্লোস্কর মোটরের গ্রাহকের তথ্যের গোপনীয়তা উলঙ্ঘন। রবিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা। যেখানে উল্লেখ করা হয়েছে, তাঁদের সিস্টেম থেকে গ্রাহকদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের কথা হয়েছে। বিবৃতিতে সস্থাটি বলেছে, তাঁদের কোন এক পরিষেবা প্রদানকারী এই কাজ করেছে। কিছু গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশ করে তাঁদের গোপনীয়তা লঙ্ঘন করেছে (Toyota Kirloskar Motor Data Breach)।
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে টয়োটা কির্লোস্কর মোটর অভিযোগ জানিয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমের্জেন্সি রেসপন্স টিম পুরো বিষয়টি পর্যালোচনা করছে। গ্রাহকদের গোপন তথ্যে অনুপ্রেবেশের ঘটনার চরম নিন্দা করেছে টয়োটা কির্লোস্কর মোটর কর্তৃপক্ষ (Toyota Kirloskar Motor Data Breach)। তাই আগামী দিনে এই ধরণের কাজের পুনরাবৃত্তি যাতে না হয় সেইদিকে কড়া নজর দেবে বলে আশ্বাস দিয়েছে সংস্থা।
পূর্বের এই ঘটনা বিবেচনা করে টয়োটা কির্লোস্কর মোটর তাঁদের পরিষেবা প্রদানকারীদের সঙ্গে নির্দিষ্ট কিছু নির্দেশিকা অনুসরণ করে তবেই কাজ করবে বলেই জানিয়েছে। এছাড়া সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে, তাঁদের সম্মানীয় গ্রাহকদের তথ্য গোপন রাখা থেকে শুরু করে যেকোনো রকম সমস্যা এড়াতে তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ।